নোয়াখালীতে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ৮
নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের গাজীরহাট বাজারে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ইট-পাটকেলের আঘাতে অন্তত ৮জন আহত হয়েছে।
তাৎক্ষনিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
সোমবার বিকেলে সাড়ে ৫টা থেকে দফায় দফায় এ ঘটনা ঘটে। তবে আহতদের নাম পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেশব্যাপী জ্বালানী তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে বৃদ্ধি ও ভোলায় বিএনপির দুই নেতা হত্যার প্রতিবাদে গাজীরহাট বাজারে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় কাজী মফিজুর রহমানের নেতৃত্বে স্থানীয় বিএনপি।
বিকেল সাড়ে ৫টার দিকে সভাস্থলে যাওয়ার উদ্দেশ্যে আসা বিএনপির একটি মিছিল গাজীরহাট মোড়ে পৌঁছালে তাতে বাধা দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে অন্তত ৮জন আহত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণ কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে পুলিশ। ভাঙচুর করা হয় বাজারের দুটি ফল দোকানপাট ও ডমুরিয়া ইউনিয়ন আ.লীগ কার্যালয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শর্টগানের ৭-৮ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।