জ্বালানি তেলের মূল্য হ্রাসের পর প্রতি কিলোমিটারে ৫ পয়সা কমল বাস ভাড়া
জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা কমানোর পর তার বাস ভাড়া প্রতি কিলোমিটারে ৫ পয়সা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বুধবার বিকেলে বনানীর বিআরটিএ সদর কার্যালয়ে পরিবহন মালিকদের সঙ্গে ভাড়া সমন্বয়ের বিষয়ে বৈঠক করে পরিবহন খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। বৈঠকে বাস ভাড়া কমানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।
সোমবার (২৯ আগস্ট) ডিজেলের কর ১০ শতাংশ কমানো হয়, যার ফলে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারে ৫ টাকা কমেছে। যদিও ভোক্তা ও বিশেষজ্ঞরা মনে করেন জ্বালানি তেলের দাম এর চেয়ে কমা উচিত ছিল।
গত ৫ আগস্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে প্রতি লিটার ডিজেলের দাম ১১৪ টাকা নির্ধারণ করে এবং অকটেন ও পেট্রোলের দাম লিটারে ৪৬ টাকা বাড়িয়ে যথাক্রমে ১৩৫ ও ১৩০ টাকা নির্ধারণ করে।
ওই সময় জ্বালানি তেলের দাম বাড়ানোর পর ৬ আগস্ট সর্বশেষ বাস ভাড়া বাড়ানো হয়। তখন দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বাড়িয়ে ভাড়া ২ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়। আর ঢাকা-চট্টগ্রামসহ মহানগরীতে কিলোমিটারপ্রতি ৩৫ পয়সা বাড়িয়ে ভাড়া ২ টাকা ৫০ পয়সা করা হয়।