বিকল্প উৎস থেকেও অতিরিক্ত খাদ্যশস্য আমদানির নির্দেশ প্রধানমন্ত্রীর
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে, গতানুগতিক উৎসগুলির বাইরে অন্যান্য দেশ থেকেও অতিরিক্ত খাদ্যশস্য আমদানি করতে খাদ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে এ নির্দেশ দেন।
সভাশেষে দেয়া গণমাধ্যম ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
এসময় তিনি বলেন, 'ভারত, রাশিয়া, মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম- এই পাঁচ দেশের সাথে আমরা চুক্তি করেছি। আজকের সভায় প্রধানমন্ত্রী অন্যান্য উৎস থেকেও আমদানির চেষ্টা করতে বলেছেন, যাতে শেষ মুহূর্তে এসে খাদ্য আমদানি কোনোভাবে বাধাগ্রস্ত না হয়'।
রাশিয়া থেকে খাদ্য আমদানিতে কোনো বাধা নেই বলেও উল্লেখ করেন সচিব।
আনোয়ারুল ইসলাম বলেন, 'খাদ্য মন্ত্রণালয়ের মতে দেশে বর্তমানে ১৯ লাখ টন খাদ্যশস্য মজুদ রয়েছে। নভেম্বরে খাদ্য সংকট দেখা দেওয়ার যে শঙ্কা করা হয়েছিল- আমরা তার চাইতে বেশ স্বস্তিদায়ক অবস্থানে আছি'।