মেট্রো রেলের ভাড়া কিলোমিটার প্রতি ৫ টাকা, সর্বনিম্ন ভাড়া ২০
দেশের প্রথম মেট্রো রেলে প্রতি কিলোমিটার ভ্রমণের জন্য যাত্রীদের খরচ করতে হবে ৫ টাকা।
এছাড়া, বাহনটির ন্যূনতম ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল প্রদর্শনী ও তথ্য কেন্দ্র উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ স্থাপনার মাধ্যমে, মেট্রো রেল কীভাবে পরিচালনা করে এবং এর কার্যকারিতা সম্পর্কে জানতে পারবেন মানুষ।
মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা এবং শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে এই তথ্য কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। বাকিদেরকে কেন্দ্রে প্রবেশের জন্য ১০ টাকা করে দিতে হবে।
অনুমোদিত ভাড়ার হার অনুযায়ী, মেট্রো রেল রুট-৬ এর পুরো পথ (উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত) যেতে একজন যাত্রীর খরচ হবে ৬০ টাকা।
চলতি বছরের ডিসেম্বরে এই রুট সর্বসাধারণের ব্যবহারের জন্য খোলা হবে বলে আশা করা হচ্ছে।
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো ২০.১ কিলোমিটার রাস্তা একবার ভ্রমণে খরচ হবে ১০০ টাকা।
মন্ত্রী বলেন, "আহত মুক্তিযোদ্ধারা বিনামূল্যে মেট্রো রেলে যাতায়াত করতে পারবেন।"
এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে কম ভাড়া নেওয়া হবে বলেও জানান তিনি।