রাঙামাটিতে চলছে ৩২ ঘণ্টার হরতাল, যান চলাচল বন্ধ
পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক ঠেকাতে রাঙামাটি শহরে হরতাল পালন করছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। আজ মঙ্গলবার সকাল থেকে ৩২ ঘণ্টার এ হরতাল শুরু হয়েছে। হরতালের কারণে শহরে সব ধরনের যান চলাচল ও দোকানপাট বন্ধ রয়েছে।
মঙ্গলবার সকাল থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন সংগঠনটির নেতাকর্মীরা। তারা খন্ড খন্ড মিছিল-সমাবেশ করেন এবং বিভিন্ন মোড়ে হরতালের সমর্থনে পিকেটিং করতেও দেখা গেছে। এসময় তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদেরকে বাধা দেয়।
রাঙামাটি কোতয়ালী থানার উপ-পরিদর্শক আশরাফ হোসেন বলেন, "সকাল থেকে এই পর্যন্ত শান্তিপূর্ণভাবে হরতাল চলছে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।"
এদিকে হরতালের কারণে যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। পায়ে হেটে তাদেরকে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। হরতালের কারণে শহরের একমাত্র গণপরিবহন অটোরিকশা (সিএনজি) বন্ধ রয়েছে। এছাড়া, শহরের সাথে আন্তঃজেলা বাস চলাচল এবং জেলার সাথে উপজেলাগুলোর যান চলাচলও বন্ধ রয়েছে।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান অভিযোগ করে বলেন, "এই ভূমি কমিশন পার্বত্য চট্টগ্রামের মানুষের ভূমির অধিকার কেড়ে নিতে ষড়যন্ত্র করছে। আমরা কমিশনের সাথে দফায় দফায় বৈঠক করেও কোনো সমাধান হয়নি। তাই আমরা হরতালের মতো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।"
গতকাল সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটি তাদের সাত দফা দাবি জানায়। এর মধ্যে রয়েছে- কমিশনে সকল জাতিগোষ্ঠির প্রতিনিধিত্ব রাখা, বিরোধ নিষ্পত্তি কার্যক্রম শুরুর আগে ভূমি জরিপ করা,সংবিধানের সাথে সাংর্ঘষিক ভূমি কমিশনের ২০১৬ সালের সংশোধনী বাতিল, দেশের প্রচলিত ভূমি আইনে বিরোধ নিষ্পত্তি,কমিশনের কারণে ভূমিচ্যুতদের পার্বত্য চট্টগ্রামের খাস জমিতে পুনর্বাসন, 'তথাকথিত' রীতিনীতি প্রথার বদলে বিদ্যমান ভূমি আইনের প্রয়োগ ও ইতোপূর্বে বন্দোবস্তি বা কবুলিয়ত পাওয়া কাউকে ভূমির মালিকানা থেকে উচ্ছেদ না করা।
প্রসঙ্গত, বুধবার (৭ সেপ্টেম্বর) রাঙামাটি শহরের পার্বত্য জেলা পরিষদ ভবনের নীচতলায় ভূমি কমিশনের অস্থায়ী কার্যালয়ে পার্বত্য ভূমি নিষ্পত্তি বিষয়ক সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বেলা ১১টায় রাঙামাটি জেলা পরিষদের ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা। এতে সভাপতিত্ব করবেন কমিশনের চেয়ারম্যান মো. আনোয়ার উল হক।