অক্টোবর-নভেম্বরে বঙ্গবন্ধু টানেলের দুটি টিউবের উদ্বোধন: ওবায়দুল কাদের
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেল এ বছরের অক্টোবর-নভেম্বরে দুই ভাগে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, "চট্টগ্রামে কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেলের একটি টিউব অক্টোবরে আর আরেকটি নভেম্বরে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।"
বুধবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত 'বিএসআরএফ সংলাপ' এ অংশ নিয়ে তিনি এ কথা জানান।
মন্ত্রী জানান, কালনা সেতু নির্মাণ কাজ এ মাসেই শেষ হবে। অক্টোবরের যে কোন সময়, প্রধানমন্ত্রী যখন সময় দেবেন, এটি উদ্বোধন করা হবে।
ঢাকা মেট্রোরেল প্রকল্পের বিষয়ে কাদের বলেন, "মেট্রোরেলের আগারগাঁও পর্যন্ত ৯৪ ভাগ কাজ হয়েছে। মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশ উদ্বোধন ডিসেম্বরে। মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধন হবে আগামী বছরের ডিসেম্বরের আগেই।"
এলিভেটেড এক্সপ্রেসের কাজ ৫২ ভাগ কাজ শেষ হয়েছে বলেও জানান তিনি।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তপন বিশ্বাস এবং পরিচালনা করেন বিএসআরএফ এর সাধারণ সম্পাদক মাসউদুল হক।