ঘূর্ণিঝড় রিমাল: ক্ষয়ক্ষতি এড়াতে বঙ্গবন্ধু টানেল ১২ ঘণ্টা বন্ধ থাকবে
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ১২ ঘণ্টা বন্ধ থাকবে। আজ রবিবার (২৬ মে) সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল সোমবার ভোর ৬টা পর্যন্ত টানেল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
বঙ্গবন্ধু টানেলের টোল, ট্রাফিক ও ইএমই বিষয়ক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ক্ষয়ক্ষতি এড়াতে সেতু কর্তৃপক্ষের প্রধান কার্যালয় থেকে ১২ ঘণ্টা টানেল বন্ধ রাখার নির্দেশনা এসেছে। পরিস্থিতি বিবেচনায় বন্ধ রাখার সময় বাড়তেও পারে, কমতেও পারে।
তিনি আরও বলেন, টানেলের দুই পাশের চারটি ফ্লাডগেট বন্ধ করে দেওয়া হবে। এছাড়া আমাদের গাড়িগুলো নৌবাহিনী বানৌজা ঈসা খান ঘাঁটিতে নিরাপদে সরিয়ে নেওয়া হবে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্যমতে, স্বাভাবিক জোয়ারের সময় সমুদ্রপৃষ্ঠ থেকে পানির উচ্চতা ২ দশমিক ৪ মিটার পর্যন্ত হয়ে থাকে। আজ দুপুর পর্যন্ত পানির উচ্চতা ছিল ৩ দশমিক ৪ মিটার। টানেলের দুই প্রান্তে রয়েছে ফ্লাড গেইট। পানির উচ্চতা বাড়লেও এ গেইটের কারণে টানেলের ভেতরে পানি প্রবেশ করতে পারবে না।