তিউনিসিয়ায় অভিবাসীবাহী নৌকাডুবি, বাংলাদেশিসহ নিহত ১১
গত সপ্তাহে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার সময় তিউনিসিয়ার কাছে একটি জাহাজডুবি হয়ে বাংলাদেশিসহ ১১ জন মারা গেছে, খবর তিউনিসিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা টিএপির।
বার্তা সংস্থাটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৬ সেপ্টেম্বর মাহদিয়ার চেব্বায় একটি নৌকাডুবির ঘটনায় নিখোঁজ অভিবাসীদের অনুসন্ধান অভিযানে শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে আরও পাঁচজনের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড এবং নৌবাহিনীর ইউনিট।
মাহদিয়া অঞ্চলের চেব্বা শহরে ডুবে যাওয়া নৌকায় থাকা ১৪ অভিবাসীকে উদ্ধার করেছে উপকূলরক্ষীরা ।
আরো ১২ জন এখনও নিখোঁজ।
নৌকাটি স্ফ্যাক্স অঞ্চলের এল আওয়াবেদ উপকূল থেকে যাত্রা শুরু করেছিল।
ইইউ সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্টের মধ্যে কেন্দ্রীয় ভূমধ্যসাগরীয় রুট দিয়ে ৫২ হাজার অভিবাসী প্রবেশ করেছে। এরমধ্যে প্রধানত তিউনিসিয়া, মিশর এবং বাংলাদেশ থেকে আগত অভিবাসীরা ছিল বলে জানিয়েছে বিবিসি।