বিয়িং হিউম্যান: ঢাকায় চালু হচ্ছে সালমান খানের ক্লোদিং ব্র্যান্ড
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে বাংলাদেশে প্রথম আউটলেট খুলবে বলিউড সুপারস্টার সালমান খানের পোশাকের ব্র্যান্ড 'বিয়িং হিউম্যান ক্লোদিং'।
সালমান খানের ভাই, অভিনেতা সোহেল খান এবং তার ভাগ্নে আয়ান অগ্নিহোত্রী এবং বিয়িং হিউম্যান ক্লোথিংয়ের সিইও সঞ্জীব রাও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিইং হিউম্যান ক্লোদিং বাংলাদেশ এ বিষয়ে তাদের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও শেয়ার করেছে।
বিয়িং হিউম্যান ক্লোদিং এর প্রতিষ্ঠা ২০১২ সালে। বর্তমানে বিশ্বের ১৫টিরও বেশি দেশে তাদের আউটলেট রয়েছে।
বিশ্বব্যাপী ৫০০টি স্টোর-ইন-স্টোর এবং ৭৫টি এক্সক্লুসিভ আউটলেট রয়েছে সালমান খানের এই ব্র্যান্ডের।