বনানীতে বিএনপির কর্মসূচিতে আ. লীগের হামলায় বেশ কয়েকজন আহত
রাজধানীর বনানীতে শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে বিএনপির মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপি নেতা তাবিথ আউয়ালসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও পুলিশের গুলিতে দলের তিন নেতাকর্মীর মৃত্যুর প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি।
হামলায় আহত বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন জানান, কাকলী থেকে গুলশান-২ গোলচত্বর পর্যন্ত সন্ধ্যা ৭ থেকে রাত ৮টা পর্যন্ত এ কর্মসূচি হওয়ার কথা ছিল।
'আমাদের কর্মসূচি শুরুর আগে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা উল্টোদিক থেকে মিছিল নিয়ে আসে', বলেন তিনি।
তিনি আরো বলেন, 'কর্মসূচিতে প্রধান অতিথি খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্য শেষ হওয়ার পরপরই আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়।'
মোয়াজ্জেম আরও জানান, হামলায় বিএনপির নারী কর্মী ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালসহ বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী গুরুতর আহত হয়েছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আজম মিয়ার সঙ্গে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'অনুষ্ঠান শেষে বিএনপি ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর মধ্যে সংঘর্ষ হয়।
তিনি আরও বলেন, কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং আর কোনো সংঘর্ষ হয়নি।
এর আগে গতকাল সন্ধ্যায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও তাঁর স্ত্রী রাজধানী থেকে নোয়াখালী যাওয়ার পথে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার শিকার হন বলে অভিযোগ মিলে।
গতকাল (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লার মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে হওয়া এই হামলায় বিপুলাসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ হোসেনও আহত হন।
হামলায় বিএনপির ভাইস চেয়ারম্যানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
বরকত উল্লাহর ছেলে সানিয়াতের বরাত দিয়ে বিএনপি নেতা বলেন, 'তাকে কুমিল্লার একটি হাসপাতালে নেওয়া হয়েছে।'
এর আগে গত ১৫ সেপ্টেম্বর রাজধানীর পল্লবীর মুকুল ফৌজ মাঠে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়।