চট্টগ্রামের ডিসিকে রিটার্নিং কর্মকর্তার পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ইসির
পক্ষপাতমূলক আচরণের অভিযোগে চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমানকে চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
মমিনুর রহমানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ টি এম পেয়ারুল ইসলামের পক্ষে ভোট চেয়েছেন। উক্ত প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে এলে মমিনুর তার জন্য ভোট চান এবং দলীয় নেতাদের সঙ্গে মোনাজাতে অংশ নেন।
এনিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, ডিসির বিরুদ্ধে নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযাগ ওঠে।
তার বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়। গতকাল শনিবার প্রধান নির্বাচন কমিশনার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান এই নোটিশ পাঠান।
এজন্য মমিনুর রহমানকে রিটার্নিং কর্মকর্তার পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি, বিষয়টি রোববার নিশ্চিত করেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে অন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া কঠিন। এ জন্য তদন্ত হতে হবে।
দায়িত্ব থেকে অব্যাহতি লঘু শাস্তি নয় উল্লেখ করে তিনি বলেন, আপাতত তাকে সরিয়ে দেওয়াই করণীয় বলে মনে করছে কমিশন।