অব্যবহৃত নম্বরের বিপরীতে সিম বিক্রি শুরু করেছে জিপি
সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর গ্রামীণফোন তাদের সাসপেন্ডেড অব্যবহৃত নম্বরগুলোর বিপরীতে সিম কার্ড বিক্রি শুরু করেছে।
তবে দেশের বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক অপারেটরের ওপর নতুন সিম বিক্রির নিষেধাজ্ঞা এখনও বলবত রয়েছে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র।
এর আগে চলতি বছরের ২৯ জুন গ্রাহকদের মানসম্মত সেবা দিতে না পারার কারণ দেখিয়ে জিপির সিম বিক্রিতে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দেয় বিটিআরসি।
গ্রামীণফোনের সিনিয়র ডিরেক্টর এবং হেড অভ পাবলিক অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স হোসেন সাদাত রোববার বলেন, 'গ্রাহকদের চাহিদা মেটাতে বিটিআরসি অব্যবহৃত পূর্ব-অনুমোদিত নম্বরের ওপর থেকে সিম বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আমরা গ্রাহকদের প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।'
শনিবার কোম্পানিটি তার কিছু পূর্ব-অনুমোদিত ব্যবহৃত নম্বর বিক্রি শুরু করেছে।
কোনো সেলুলার নম্বর ১৮ মাস নিষ্ক্রিয় থাকলে জিপি সেগুলো সাসপেন্ড করে। তারপর সেসব সংযোগ নতুন গ্রাহকদের কাছে বিক্রি করতে পারে।
নিষেধাজ্ঞার পর এক মাসে জিপির মোট সক্রিয় গ্রাহক সংখ্যা কমেছে ৭.২ লাখ। জুলাইয়ের শেষে কোম্পানিটির মোট গ্রাহক সংখ্যা ৮.৪১ কোটির নিচে নেমে এসেছে।
একই মাসে জিপির প্রতিদ্বন্দ্বী রবি আজিয়াটা ও বাংলালিংকের গ্রাহক সংখ্যা বেড়ে যথাক্রমে ৫.৪৮ কোটি এবং ৩.৮৪ কোটি হয়েছে।