বরিশাল থেকে ১২ বছরের পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ছদ্মবেশে ১২ বছর ধরে আত্মগোপনে থাকা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
হত্যা মামলায় জামিনে বেরিয়ে একই মামলার দুই আসামীকে হত্যার পর আত্মগোপনে চলে যান মো. আলকেস (৫২)। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামি হত্যা, ডাকাতিসহ একাধিক মামলায় ১২ বছর ধরে ঠিকানা পরিবর্তন করে ছদ্মবেশে আরও নানান অপরাধে জড়ান। অবশেষে, র্যাব-৪ এর অভিযানে গ্রেপ্তার হয়েছেন আলকেস।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। পরদিন শনিবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে র্যাব-৪ এর পরিচালক ও অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক এ তথ্য জানান।
"গত ১২ বছর ধরে আলকেস ঠিকানা পরিবর্তন করে ছদ্মবেশে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় নিজের পরিচয় গোপন করার জন্য ক্রমাগত সে নিজের পেশা পরিবর্তন করে আসছিলেন," বলেন র্যাব-৪ এর পরিচালক।
তিনি আরও জানান, "২০১২ সালে আলকেস অবৈধ অস্ত্র দিয়ে মিরপুরে বাসু হত্যার পর ৪ মাস হাজত খেটে জামিন নিয়ে এলাকায় অবৈধ বালুর ব্যবসা শুরু করেন। ওই মামলার আসামি আজাহার ও সানুর সঙ্গে বিরোধ সৃষ্টি হলে, পরবর্তীতে আলকেসের নেতৃত্বে আজাহার ও সানুকেও নির্মমভাবে হত্যা করা হয়।"
এছাড়াও অবৈধভাবে বালু উত্তোলন এবং সংরক্ষণ করার অপরাধে পরিবেশ অধিদপ্তর তার বিরুদ্ধে শাহ আলী থানায় মামলা রুজু করে এবং এই মামলায় সে পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি।
১৯৭১ সালে রাজধানীর মিরপুরের নোবেরবাগ এলাকায় জন্মগ্রহণ করেন আলকেস। তিনি বিবাহিত এবং তার দুই সন্তান রয়েছে।