শিক্ষার্থীদের জন্য ই-বাস সার্ভিস
শিগগিরই স্কুল শিক্ষার্থীদের জন্য দেশের প্রথম পরিবেশবান্ধব ই-বাস (ইলেকট্রিক বাস) সার্ভিস চালুর সম্ভাবনা রয়েছে।
নগরীর গুলশান, বনানী এবং বারিধারা এলাকায় চলবে এসব বাস; বাসগুলো শীতাতপ নিয়ন্ত্রিত হবে বলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
প্রাথমিকভাবে চট্টগ্রাম গ্রামার স্কুল-ঢাকা, স্কলাস্টিকা স্কুল, স্যার জন উইলসন স্কুল এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল স্কুল এই চারটি ইংরেজি মাধ্যমের স্কুলে এই বাস সার্ভিসের পাইলট প্রকল্প শুরু হবে।
পরিকল্পনা সফল হলে আস্তে আস্তে রাজধানীর সব স্কুলকে এই প্রকল্পের আওতায় আনা হবে।
ডিএনসিসি ইতিমধ্যে এ উদ্যোগ বাস্তবায়নের প্রাথমিক কাজ শেষ করেছে। এখন কারিগরি কমিটি একটি সমীক্ষা পরিচালনা করছে যা অক্টোবরের মাঝামাঝি শেষ হবে।
ই-বাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সিসিটিভি ক্যামেরা ও ট্র্যাকিং সিস্টেমসহ আধুনিক সব প্রযুক্তি ব্যবহার করবে বলে জানা গেছে।
ঢাকায় কার্বন নিঃসরণ হ্রাস এবং দূষণ কমানোর উদ্দেশ্যে ডিএনসিসি এই প্রকল্পটি গ্রহণ করে। এছাড়াও বিশেষজ্ঞদের মতে, যানজট কমাতে স্কুল বাস সার্ভিস কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।