পঞ্চগড়ে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৫৭
পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবিতে উদ্ধার অভিযানের তৃতীয় দিনে আরও সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৭ জনে। এখনও নিখোঁজ রয়েছে অন্তত ২২ জন।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর রায় জানান, সোমবার রাতে ৫০টি লাশ উদ্ধারের পর অভিযান স্থগিত করা হয়। মঙ্গলবার সকাল ৬টা থেকে উদ্ধারকর্মীরা আবার নদীতে তল্লাশি শুরু করেন।
সকাল ১১টা পর্যন্ত বোদা উপজেলার আউলিয়া ঘাট, দেবীগঞ্জের করতোয়া ঘাট ও দিনাজপুরের বীরগঞ্জ এলাকায় নদী থেকে মোট ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
উদ্ধারকাজে পঞ্চগড় ও আশপাশের জেলা থেকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট অংশ নিচ্ছে। এছাড়া রংপুর, কুড়িগ্রাম ও রাজশাহীর তিনটি দলে ৯ জন ডুবুরি অনুসন্ধানে অংশ নিচ্ছেন।
রোববার উত্তরাঞ্চলের পঞ্চগড় জেলায় নদীতে ধারণক্ষমতার বাইরে শতাধিক যাত্রী বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।
হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব মহালয়া উদযাপন উপলক্ষে যাত্রীরা বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন।
জেলা প্রশাসক (ডিসি) জহুরুল ইসলাম বলেন, ঘটনা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান তিনি।
ঘটনার পর অন্তত ৭০-৮০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানান জহুরুল ইসলাম।
শনাক্তকৃতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ডিসি।
এদিকে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন ও দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ঘটনাস্থল পরিদর্শন করেন।