বঙ্গোপসাগরে ট্রলারডুবে নিহত ১, নিখোঁজ ৩
কক্সবাজারে শহরের লাবণী পয়েন্টের কাছাকাছি বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবে এক জেলের মৃত্যু হয়েছে।এসময় ১৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং এখনও তিনজন জেলে নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে লাবনী পয়েন্টের কাছাকাছি সাগরে ২৪ জেলেসহ 'এফবি রশিদা' নামের ট্রলারটি ডুবে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহত জেলের নাম জামাল বলে জানা গেছে। তিনি চট্টগ্রাম লোহাগাড়ার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন সি সেইফ লাইফ গার্ডের সিনিয়র ইনচার্জ ওসমান গনী।
তিনি জানান, ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবে যেতে দেখে আমরা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করি। এদের মধ্যে গুরুতর আহত জামালকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা আহত জেলেদের সঙ্গে কথা বলেছি, ওই ট্রলারে ২৩ জন জেলে ছিলেন। তারা জানান যে, ঝড়ের কবলে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে।
জেলা প্রশাসকের পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন বলেন, 'ঝড় ও বাতাসের কবলে পড়ে একটি ট্রলারডুবি হয়েছে। এই ঘটনায় ১৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং একজন নিহত হয়েছেন। আহত জেলেরা জানিয়েছেন এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন। আহত জেলেরা সুস্থ হলে তাদের সঙ্গে কথা বললে বিস্তারিত জানা যাবে।'