মাথায় ইটের আঘাতে মৃত্যু হয়েছে যুবদল কর্মী শাওনের: পুলিশ
২২ সেপ্টেম্বর মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে যুবদল কর্মী শাওন ভূঁইয়াকে মাথায় ইট দিয়ে আঘাত করা হয়, এতেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার (এসপি-মুন্সিগঞ্জ) মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন বলেন, "পুলিশের গুলিতে শাওনের মৃত্যু হয়নি। আরেক বিএনপি কর্মীর ছুঁড়ে মারা ইটের আঘাতে মৃত্যুবরণ করেন তিনি।"
২১ সেপ্টেম্বর জেলার মুকরারপুর ফেরিঘাট এলাকায় পুলিশ-বিএনপি সংঘর্ষের বিষয়ে বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন সিনিয়র এই পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, "বিএনপি যে সমাবেশ করেছে তার জন্য তারা কোনো পূর্বানুমতি নেয়নি। পরে নিজেদের মধ্যে ঝগড়া করে ভাঙচুর শুরু করে তারা।"
পুলিশ ঘটনাস্থলে গেলে বিএনপি নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।
সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও সদর থানার ওসিসহ অন্তত ১৬ পুলিশ সদস্য আহত হয়েছেন।
"পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করি। পরে হামলায় জড়িতদের মধ্যে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়," বলেন তিনি।
শাওনের ময়নাতদন্তের প্রতিবেদনের বরাত দিয়ে এসপি বলেন, "ঢামেক রিপোর্টে বলা হয়েছে, যুবদল কর্মী মাথায় আঘাতের কারণে মারা গেছেন। তার শরীরে কোনো গুলির চিহ্ন নেই।"
গত সপ্তাহের সংঘর্ষে বিএনপি কর্মী, পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।