বিদ্যুৎ বিভ্রাট: সারা দেশে পূজামণ্ডপে বাড়তি সতর্কতা জারির নির্দেশ
জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনে বিভ্রাটের কারণে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় রাজধানীসহ সারাদেশে পূজামণ্ডপে গতকাল বাড়তি সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর।
মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অপারেশনস আ্যন্ড প্ল্যানিং) হায়দার আলী খান টিবিএসকে এমন তথ্য জানান।
তিনি বলেন, 'যেসব এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে সংশ্লিষ্ট জেলার পুলিশকে পূজামণ্ডপে বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে। বিদ্যুৎ সংযোগ না আসা পর্যন্ত সবাইকে সচেতন ও বাড়তি আলোর ব্যবস্থার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।'
হায়দার আলী খান আরও জানান, যেসব মণ্ডপে জেনারেটর নেই সন্ধ্যার আগেই জেনারেটরের ব্যবস্থা করা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিসিটিভি সচল রাখার বিকল্প ব্যবস্থা করতে বলা হয়েছে। পোশাকে ও সাদা পোশাকে পুলিশের সার্বক্ষণিক টহল ও গোয়েন্দা নজরদারি বাড়াতে বলা হয় এ সময়।
জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এ কে এম হাফিজ আক্তার বলেন, রাজধানীতে সকল পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। সার্বক্ষণিক টহল, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি রাখতে বলা হয়েছে। ডিএমপির প্রত্যেকটি থানা, ডিবি ও ক্রাইম ডিভিশনকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব এলাকায় পূজামণ্ডপ বেশি এবং বড় বড় মণ্ডপ রয়েছে, সেখানে বেশি সংখ্যক পুলিশের উপস্থিতি ও নজরদারি রাখতে বলা হয়েছে।
তিনি বলেন, পূজা কমিটিকে অনুরোধ করা হয়েছে জেনারেটরের ব্যবস্থা করতে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে।
সিলেট রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, 'প্রত্যেক পূজামণ্ডপে বাড়তি নির্দেশনা দেওয়া হয়েছে। সকল পুলিশ সুপারকে (এসপি) নির্দেশনা প্রদান করা হয়েছে। পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েনসহ টহল পার্টি, প্রতি ইউনিয়নে বিট পুলিশ ও মণ্ডপকেন্দ্রিক টহল জোরদার করতে বলা হয়েছে। এছাড়া অতিরিক্ত আলোর ব্যবস্থা রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।'
কয়েকজন পুলিশ কর্মকর্তা জানান, 'বিদ্যুৎ না থাকায় বিভিন্ন এলাকায় রাস্তাঘাট অন্ধকার থাকায় চুরি, ছিনতাই এমনকি নারীর শ্লীলতাহানির ঘটনাও অস্বাভাবিক নয় তবে আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব পালন করছি।'
'এসব ঠেকাতে ট্রাফিক টহল জোরদার করছি, এক্ষেত্রে আমাদের সার্জেন্টদের সরকারি বাইকে ইমার্জেন্সি লাইট এবং হুটার অনেক বেশি কাজে আসছে।'