ভোজ্যতেলে ভ্যাট মওকুফ আরও ৩ মাস বাড়লো
ভোজ্যতেল আমদানি, উৎপাদন ও সরবরাহ পর্যায়ে আরও তিন মাস মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট মওকুফের মেয়াদ বাড়িয়েছে সরকার। এটি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ গত ৪ অক্টোবর এ সংক্রান্ত একটি সংবিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ জারি করে। যা আজ ৬ অক্টোবর প্রকাশিত হয়।
এতে বলা হয়েছে, আমদানি পর্যায়ে ভোজ্যতেলের ওপর ভ্যাট ১৫% থেকে কমিয়ে ৫% করা হয়েছে, সরবরাহ পর্যায়েও তা ৫ শতাংশই থাকবে।
স্থানীয় বাজারে চড়াভাবে দাম বাড়তে থাকায় গত মার্চে সরকার ভোজ্যতেলের ওপর তিন মাসের জন্য ভ্যাট কর্তনের সিদ্ধান্ত নেয়। ওই সময় এক পর্যায়ে তেলের দাম লিটারে ২০০ টাকাও ছাড়িয়ে যায়।
এর আগে ভোজ্যতেল আমদানি ও স্থানীয়ভাবে উৎপাদনের ওপর ১৫% করে ভ্যাট ধার্য ছিল; আর সরবরাহ পর্যায়ে ছিল ৫ শতাংশ।
সরকার ভ্যাট কমানোর সিদ্ধান্ত নেওয়ার পর স্থানীয় বাজারে নিত্য ভোগ্যপণ্যটির দাম কিছুটা কমে। এরপর জুলাইয়ে আবারো তিন মাসের জন্য হ্রাসকৃত ভ্যাট সুবিধার মেয়াদ বাড়ায় সরকার, যা গত ৩০ সেপ্টেম্বরে শেষ হয়।
সবশেষ মেয়াদ বাড়ানোর ফলে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট ছাড়ের এই সুবিধা নিতে পারবেন ভোজ্যতেল আমদানিকারক, পরিশোধক ও পরিবেশকরা।