বাংলাদেশে দেড় বছর কারাভোগের পর ভারতে ফিরলো এক পরিবার
বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটকের প্রায় দেড় বছর পর সোমবার (১০ অক্টোবর) নিজ দেশে ফিরেছে এক ভারতীয় পরিবার।
ভারতের উত্তর চব্বিশ-পরগনার বাসিন্দা সুমন দে (৩২), সুজাতা দে (৩০) এবং তাদের ছেলে শুভজিৎ (৯) কে সোমবার বিকেলে নদীয়া জেলার গেদে সীমান্তের ৭৬ নম্বর প্রধান পিলারে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং পুলিশ কর্মকর্তারা। এ সময় ঢাকায় কর্মরত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে দ্য টেলিগ্রাফকে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) এক কর্মকর্তা বলেন, "দুই দেশের যৌথ উদ্যোগের ফলে ওই দম্পতি এবং তাদের নাবালক ছেলের প্রত্যাবাসন সম্ভব হয়েছে।"
পুলিশ ও বিএসএফ সূত্র জানায়, গত বছরের ফেব্রুয়ারিতে এক দালালের সহায়তায় যশোরে অসুস্থ আত্মীয়কে দেখতে বাংলাদেশের ভূখণ্ডে অবৈধভাবে প্রবেশ করেছিল ওই পরিবার। প্রায় এক মাস পরে, মার্চের ২১ তারিখ দালালের সহায়তায় আবারও তারা সীমান্তের ছিদ্র দিয়ে একইভাবে ভারতে ফেরার চেষ্টা করেন। তবে, এ সময় টহলরত বিজিবি সদস্যদের হাতে গ্রেপ্তার হন তারা।
এরপর ওই দম্পতিকে মহেশপুর থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
বিএসএফের এক কর্মকর্তা বলেন, "পরবর্তীতে তাদেরকে ঝিনাইদহের একটি আদালতে হাজির করা হয়, সেখানে অনুপ্রবেশের অভিযোগে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। গত বছরের ১৬ নভেম্বর শাস্তির মেয়াদ শেষ হলেও পরিবারটির মুক্তি নিশ্চিত করতে কিছু আইনি জটিলতার সৃষ্টি হয়। এতে তাদের নিজ দেশে প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করতে হয়েছে। এ সময় তাদেরকে ঝিনাইদহ কারাগারে রাখা হয়। রোববার তাদের মুক্তির আদেশ জারি হওয়ায় অবশেষে, তাদের স্বদেশ প্রত্যাবর্তনের সুযোগ তৈরি হয়েছে।"
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সুমন বলেন, "কোনো পাসপোর্ট ছাড়াই বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করাটা আমাদের তরফ থেকে একটি বড় ভুল ছিল... আমার মামা অসুস্থ ছিলেন। তাই আমি দ্রুত তার কাছে পৌঁছানোর চেষ্টা করেছি... কিন্তু হাবড়ায় বাড়ি ফেরার পথে আমরা ধরা পড়ি।"