জেলা পরিষদ নির্বাচন নিয়ে কমিশনের ওপর কোনো চাপ নেই: সিইসি
কাল থেকে শুরু হতে যাওয়া জেলা পরিষদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন চাপে নেই বলে মন্তব্য করেছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।
আজ (১৬ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,"আমাদের ওপর কোনো চাপ নেই। আমরা কোনো চাপ অনুভব করছি না। আমরা আমাদের কাজ করছি।"
"সিসি ক্যামেরায় অনিয়ম দেখেই ইসি গাইবান্ধা-৫ এর নির্বাচন বন্ধ করেছিল ইসি। সোমবারের জেলা পরিষদের ভোটেও কেন্দ্রে বসানো হয়েছে সিসি টিভি ক্যামেরা। এগুলো বসাতে কোনো ধরনের চাপ ছিল না।
"সিসি টিভির প্রচলনটা সাম্প্রতিক। আমরা এটার মাধ্যমে এখান থেকে নির্বাচন মনিটরিং করতে পারি। এটা একটা ভাল দিক।
"আমাদের তো কোনো পক্ষ নেই। আমরা চাই ভোটাররা যেন তাদের ভোটটা দিতে পারেন। সেই লক্ষ্যেই আমরা সিসি টিভির ব্যবহার করছি।"
জেলা পরিষদ নির্বাচনে একই চিত্র দেখা গেলে কী হবে এ নিয়ে সিইসি বলেন, 'আগাম কিছু বলতে পারছি না। আর এটা একটা ভিন্ন ধরনের নির্বাচন। এখানে নির্বাচকমণ্ডলী ভোট দেবেন।'
সোমবার সকাল নয়টা থেকে বিকাল দুইটা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট চলবে দেশের ৫৭টি জেলার নির্ধারিত কেন্দ্রগুলোয়।
জেলাগুলোতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ভোট হবে। তিন পদে ৬৭১জন জনপ্রতিনিধি নির্বাচিত হবেন।
দেশের তিন পার্বত্য জেলা বাদে ৬১ উপজেলায় ভোট হওয়ার কথা। এরমধ্যে দুই জেলার সব পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় এবং আদালতের আদেশে দুই জেলার ভোট স্থগিত হয়ে যায়।