সংবাদের সূত্র প্রকাশে সাংবাদিকদের বাধ্য করা যাবে না: হাইকোর্ট
এক রায়ে হাইকোর্ট বলেছেন, নিজেদের লেখায় যে তথ্য ব্যবহার করেন, তার সূত্র প্রকাশে সাংবাদিকদের ওপর কোনো চাপ সৃষ্টি করা যাবে না।
আদালত আরও বলেন, কোনো সংবাদ নিয়ে কারও কোনো অভিযোগ থাকলে অভিযোগ হাইকোর্টে দায়ের করার আগে সংশ্লিষ্ট পক্ষকে প্রথমে প্রেস কাউন্সিলে যেতে হবে।
রোববার (২৩ অক্টোবর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এক রুলের শুনানিকালে এ মন্তব্য করেন।
'২০ কোটিতে প্রকৌশলী আশরাফুলের দায়মুক্তি! দুর্নীতি দমনে "দুদক স্টাইল"' শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের প্রতিবেদকের বিরুদ্ধে দুদকের ব্যবস্থা নেওয়ার আবেদনে আদালত রুলটি খারিজ করে দেন।
জুনে ঘোষিত রায়ের ৫১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আদালত। এই পূর্ণাঙ্গ রায়ে ভারতের উচ্চ আদালতের রায়ের উদাহরণ তুলে ধরে আদালত বলেছেন, 'আমাদের বলতে দ্বিধা নেই যে, সাংবাদিকরা তাদের সংবাদের সোর্স প্রকাশে বাধ্য নন। সংবিধান ও আইন তাদের সুরক্ষা দিয়েছে।'
বিষয়টি নিশ্চিত করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, 'আদালত তার রায়ে বলেছেন, সাংবাদিকরা সর্বত্র তথ্য সংগ্রহ করতে পারবেন। তারা সরকারি, আধা-সরকারি অফিসে যেতে পারবেন এবং সাংবাদিকদের তাদের সংবাদের সোর্স জানাতে বাধ্য করা যাবে না।'