রোহিঙ্গা ক্যাম্পে আরও ২ জনকে গুলি করে হত্যা
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে দুইজন।
বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে কুতুপালং ১৭ নম্বার ক্যাম্পের সি ব্লকে এই খুনের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ।
নিহতরা হলেন, কুতুপালং ১৭ নম্বার ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা আয়াত উল্লাহ (৪০) এবং ইয়াছিন (৩০)।
১৪ এপিবিএন এর অধিনায়ক এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় জানিয়েছেন, "ভোরে ১৫/২০ জনের একদল সন্ত্রাসী ১৭ নাম্বার ক্যাম্পের সি ব্লকে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা আয়াত উল্লাহ এবং ইয়াছিনকে বাড়ি থেকে বের করে নিয়ে এসে গুলি করে পালিয়ে যায়।"
"গুলি করার পর ঘটনাস্থলেই ইয়াছিনের মৃত্যু হয় এবং আয়াত উল্লাহকে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, নিহত ২ রোহিঙ্গার মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হচ্ছে।
এর আগে বুধবার ভোরে ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নিহত এবং একজন আহত হন।
এ নিয়ে চলতি মাসে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুই জন মাঝি ও এক শিশু সহ ৭ রোহিঙ্গা নিহত হয়েছে।