জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতার স্বীকৃতি না দিলে সংসদে যাবে না জাপা
রওশন এরশাদের বদলে জিএম কাদেরকে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা করার বিষয়ে স্পিকার সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত সংসদ অধিবেশনে যোগ দেবে না জাতীয় পার্টি। রবিবার এই সিদ্ধান্ত নিয়েছে দলটি।
জাতীয় পার্টির নীতি নির্ধারণী পর্যায়ের একটি সূত্র জানায়, গতকাল সংসদের বৈঠক শেষে সন্ধ্যায় স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে দেখা করেন জাতীয় পার্টির নেতারা। সেখানে তারা জি এম কাদেরকে বিরোধীদলীয় নেতা করার বিষয়টি নিয়ে অগ্রগতি জানতে চান।
আলোচনায় তারা ধারণা পেয়েছেন যে এ বিষয়ে সহসা ইতিবাচক কোন সিদ্ধান্ত আসছে না। এর প্রেক্ষিতে তারা আর সংসদে যোগ না দেয়ার সিদ্ধান্ত নেয়।
জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের একজন নেতা বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, পার্টির সংসদীয় দলের সিদ্ধান্ত হয়েছে পার্টির চেয়ারম্যান হবেন সংসদে বিরোধী দলীয় নেতা। এটি লিখিতভাবে স্পিকারকে জানানো হয়েছে। এ বিষয়ে স্পিকারের রুলিং এবং ইতিবাচক সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তারা সংসদের অধিবেশনে যোগ দেবেন না। কারণ জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা করার সিদ্ধান্তটি জাতীয় পার্টির সংসদীয় দলের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সিদ্ধান্ত।
রওশন এরশাদের বদলে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত করতে গত ৩ সেপ্টেম্বর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে প্রস্তাব দিয়েছিল জাতীয় পার্টির সংসদীয় দল।
তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানাননি স্পিকার।