সাবেক এমপি ইয়াহিয়া গ্রেপ্তার: র্যাব
ঢাকার উত্তরা থেকে সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহিয়া চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা্ব)।
মঙ্গলবার সকালে র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিউর রহমান সোহেলের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, র্যাব-১ ও ৯ যৌথভাবে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গত ২ অক্টোবর সিলেটের কোতোয়ালি থানায় গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থী ও জনগণের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার দেখানো হয়।
২০১৪ সালে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর উপজেলা) আসন থেকে নির্বাচিত ইয়াহিয়া পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০১৮ সালের জাতীয় নির্বাচনে তিনি এ আসনে গণফোরামের প্রার্থী মোকাব্বির খানের কাছে পরাজিত হন। তিনি জাতীয় পার্টির নেতা রওশন এরশাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।