ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ৩১ জেলায় ১০ হাজার হেক্টরেরও বেশি ফসলের ক্ষতি: ডিএই
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশের ৩১টি জেলায় বিভিন্ন ফসলের ১০ হাজার ২০০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আজ এ তথ্য প্রকাশ করেছে।
এসব জমির ক্ষয়ক্ষতির পরিমাণ ৩৪৭ টাকা, ক্ষতিগ্রস্ত হওয়া জমির পরিমাণ ৩১ জেলার মোট ফসলি জমির ০.৪০%।
ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা প্রায় দেড় লাখ।
ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে আমন ৫৬০০ হেক্টর, সবজি ২৮০০ হেক্টর, পানবরজ ৮৮ হেক্টর।
পানবরজে ক্ষতির অঙ্ক সবচেয়ে বেশি, প্রায় ১৬২ কোটি টাকা।