কেয়ার মেডিকেল কলেজের অনুমোদন বাতিল
বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনার শর্ত পূরণ না করায় ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত কেয়ার মেডিকেল কলেজের অনুমোদন বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার (২ নভেম্বর) মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, নীতিমালা অনুসরণ না করার পাশাপাশি শিক্ষার্থীদের আবেদন ও 'মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কলেজ পরিচালনায় অপারগতা স্বীকার করায়' এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নেতৃত্বে গঠিত পরিদর্শন কমিটি গত ১৪ জুন কেয়ার মেডিকেল কলেজ পরিদর্শন করে। পরিদর্শন প্রতিবেদন অনুসারে কলেজটিতে সুষ্ঠু একাডেমিক পরিবেশ নেই, শিক্ষকের ঘাটতি রয়েছে, বিদ্যমান হাসপাতাল ও কলেজের নামে নিজস্ব জমি নেই, মেডিকেল কলেজ ও হাসপাতাল একই ক্যাম্পাসে অবস্থিত নয়, হাসপাতালের বেড অকুপেন্সি ৭০ শতাংশের স্থলে মাত্র ১০ শতাংশ রয়েছে। সর্বোপরি, বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা, ২০১১ (সংশোধিত) এবং 'বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০১২' অনুযায়ী কলেজ কর্তৃপক্ষ কলেজ পরিচালনার ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি।
এর আগে, ২০১৭ সালে কেয়ার মেডিকেল কলেজের একাডেমিক অনুমোদন স্থগিত করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের স্থগিতাদেশের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ রিট করে কলেজের কার্যক্রম চলমান রেখেছিলে। তবে চলতি বছরের ২৬ জুলাই রিট পিটিশন প্রত্যাহার করা হয়েছে।
অনুমোদন সংক্রান্ত জটিলতা ও শিক্ষার্থীদের আন্দোলনের পর ২০২১-২২ শিক্ষাবর্ষে কলেজটিতে কোনো শিক্ষার্থী ভর্তি করা হয়নি। বর্তমানে এ কলেজে বিভিন্ন বর্ষে দুই শতাধিক শিক্ষার্থী ভর্তি রয়েছেন।
তারা গত অগাস্টে বিএমডিসি'র অনুমোদন না থাকা এবং একাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়ায় মাইগ্রেশনের দাবিতে কয়েকদফা আন্দোলনে নেমেছিল।