নীলক্ষেত মার্কেটের অবৈধ দোকান ভাঙল ঢাকা দক্ষিণ
আজ রোববার (৬ নভেম্বর) নীলক্ষেতে রাস্তার পাশের একটি মার্কেটের অবৈধ দোকানপাট ভেঙে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
মার্কেটের দ্বিতীয় ও তৃতীয় তলায় ভবনের নকশা না মেনে নির্মিত ১৪৮টি দোকান ভাঙার অভিযানটি পরিচালনা করছেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিরুজ্জামান ।
আজ দুপুর ৩টার দিকে হুইল এক্সকাভেটর দিয়ে মার্কেটের মূল ভবন ভাঙার কাজ শুরু হয়।
এ অভিযানে পে ও হাইড্রোলিক মই এবং দুটি ডাম্প ট্রাক আনা হয়েছিল।
নিরাপত্তা নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেটের পাশাপাশি ২২জন পুলিশ সদস্যের একটি দল উপস্থিত ছিল।