ভুল অস্ত্রোপচারের দায়ে ডা. জাহীর আল-আমীনের নিবন্ধন স্থগিত
অধ্যাপক ডা. জাহীর আল-আমীনের নিবন্ধন এক বছরের জন্য স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।
ভুল চিকিৎসা দেওয়া এবং একজন নারী রোগীর প্রতি অবহেলা দেখানোর জন্য ২০ নভেম্বর থেকে আগামী এক বছরের জন্য তাকে বরখাস্ত করা হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়।
ডা. আল-আমীন (বিএমডিসি রেজিস্ট্রেশন নং এ-১২৬৮৮) একজন সিনিয়র চিকিৎসক এবং ইএনটি ও হেড-নেক সার্জারি বিশেষজ্ঞ।
এছাড়াও তিনি ঢাকার তেজগাঁওয়ে ইমপালস মেডিকেল সার্ভিসেস অ্যান্ড রিসার্চ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। সংশ্লিষ্ট রোগী এখানেই চিকিৎসাধীন ছিলেন।
বিএমডিসির চিঠি থেকে জানা যায়, ২০২০ সালের মার্চে ইমপালস হাসপাতালের তেজগাঁও সেন্টারে কানের অস্ত্রোপচারের জন্য ভর্তি হন মোমেনা হক মুন নামে এক নারী।
৩৮ বছর বয়সি মুনের সমস্যা ছিল বাম কানে। কিন্তু ডা. আল-আমীন ভুলে ডান কানের অস্ত্রোপচার করেন। এতে রোগীর মুখের আকৃতি বাঁকা হয়ে যায়।
এর ফলে রোগীকে চরম দুর্ভোগ পোহাতে হয় বলে মুনের স্বামী জিয়াউর রহমান ভূঁইয়া বিএমডিসিতে দায়ের করা অভিযোগে উল্লেখ করেন।
ডা. আল-আমীন রোগীর স্বজনদের মিথ্যা তথ্য দেন বলেও উল্লেখ করেন জিয়াউর রহমান ভুঁইয়া।
অভিযোগের পরিপ্রেক্ষিতে ডা. আল-আমীনের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। ডা. আল-আমীন ৩১ অক্টোবর বিএমডিসিতে তার লিখিত ব্যাখ্যা জমা দেন।
কিন্তু তার ব্যাখ্যা সন্তোষজনক মনে না হওয়ায় তাকে এক বছরের জন্য সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
উল্লেখিত সময়ে ডা. আল-আমীন চিকিৎসক হিসেবে কোথাও কোনো ধরনের চিকিৎসা সেবা দিতে পারবেন না। এ সময়ে তিনি নিজেকে চিকিৎসক হিসেবেও পরিচয় দিতে পারবেন না।