কুমিল্লায় বিভাগীয় সমাবেশ: ঝুলে থাকা মামলায় বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগ
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2022/11/20/145239_19.jpg)
আগামী ২৬ নভেম্বর কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে পুরনো ও ঝুলে থাকা মামলায় বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগ উঠেছে। এছাড়া কিছু অতিউৎসাহী পুলিশ কর্মকর্তা আনঅফিসিয়ালি বিএনপি নেতাকর্মীদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ তাদের। তবে সবকিছু উপেক্ষা করে জনসমাবেশ সফল করার আশা বিএনপির নেতাকর্মীদের।
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা নিজাম উদ্দিন কায়সার বলেন, 'প্রশাসনের একদল অতিউৎসাহী কর্মকর্তা আমাদের নেতাকর্মীদের হয়রানি করছেন। ১৭ নম্বর ওয়ার্ডে আমাদের স্বেচ্ছাসেবকদল নেতাদের ঘরে পুলিশ গিয়ে ওই নেতাকে না পেয়ে তার ছোটভাইকে গ্রেপ্তার করেছে। আরও অনেক জায়গায় তারা ভীতির সঞ্চার করছে।'
তবে যত বাধাই আসুক, কুমিল্লার সমাবেশ সফল হবেই বলে মন্তব্য করেন তিনি।
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু বলেন, 'শনিবার রাতে আমাদের যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সমাবেশ পণ্ড করতে আনঅফিসিয়ালি হুমকি দিচ্ছে তারা। পুরনো ও পেন্ডিং মামলাগুলো হঠাৎ সচল করে তারা আমাদের ভয় দেখাচ্ছে। কিন্তু এসব ভয় দেখানোতে কিছু যায়-আসে না। আমরা ঐক্যবদ্ধভাবে সমাবেশ সফল করব।'
বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিন-উর-রশিদ ইয়াছিন বলেন, 'বাড়ি বাড়ি গিয়ে আমাদের নেতাকর্মীদের প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে পুলিশ। এমন বেশ কিছু তথ্য আমরা পেয়েছি। তাদের বিরুদ্ধে মামলা আছে কি না, সে ব্যাপারে খোঁজখবর নিচ্ছি। এ বিষয়ে নেতাকর্মীরা বসে সিদ্ধান্ত গ্রহণ করব।'
তবে কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান বিএনপির নেতাকর্মীদের অভিযোগ অস্বীকার করে বলেন, 'বিএনপি যে অভিযোগ করছে, তা ঠিক নয়। নিয়মিত ওয়ারেন্টের ভিত্তিতে যেভাবে আসামি গ্রেপ্তার হয়, সে অনুসারেই অভিযান চলছে। কাউকে উদ্দেশ্য করে অভিযান পরিচালনা হচ্ছে না। এখন অভিযানে যদি তাদের কোনো আসামি গ্রেপ্তার হয় সেটা সাধারণ নিয়মেই হচ্ছে।'