সাভার থেকে মহাবিপন্ন প্রজাতির উল্লুক ও বানর উদ্ধার
চট্টগ্রাম থেকে সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ঢাকার সাভারের নবীনগর বাসস্ট্যান্ড হতে বিলুপ্তপ্রায় প্রজাতির একটি বানর ও একটি উল্লুক উদ্ধার করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এঘটনায় হাদিসুর রহমান নামে একজনকে আটক করা হয়েছে।
হাদিসুর রহমান (৪২), কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন কাতিয়ারচর গ্রামের সুলতান মিয়ার ছেলে।
বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে নিশ্চিত করেছেন ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ।
টিবিএস'কে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২১ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড থেকে খাঁচায় বন্দি অবস্থায় প্রাণী দুটি উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় হাদিসুর রহমানকে।
'প্রাথমিকভাবে আটক ব্যক্তি আমাদের জানিয়েছে যে, প্রাণী দুটিকে সে চট্টগ্রাম থেকে সংগ্রহ করেছিল এবং ভারতে পাচারের জন্য সাতক্ষীরা নিয়ে যাচ্ছিল। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও প্রাণী দুটিকে বন বিভাগের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে'- তিনি যোগ করেন।
উদ্ধারকৃত বন্য প্রাণী দুটি সম্পর্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবদুল আজিজ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, এর একটি হলো- ওয়েস্টার্ন হুলক গিবন (Western Hoolock Gibbon), যেটিকে বাংলায় উল্লুক বলা হয়। এটি বর্তমানে মহাবিপন্ন অবস্থায় রয়েছে, প্রাকৃতিক পরিবেশে এর সংখ্যা খুবই কম। অপর বানরটি রেসাস ম্যাকক (Rhesus Macaque), যা এখনো বিলুপ্তপ্রায় নয়।
উল্লুকটি সম্পর্কে এই অধ্যাপক বলেন, 'বাংলাদেশে নর বানরের ১০টি প্রজাতির মধ্যে এটি একটি। এটি লেজবিহীন- বেশ বিচিত্র চরিত্রের একটি প্রাণী। জীবনের বেশিরভাগ সময়ই তারা গাছের মগডালে কাটায়। মূলত বনের ফলমূল এদের খাবার। বিশ্বের মাত্র অল্প কিছু এলাকায় এখনো এটি দেখা যায়, এর মধ্যে ভারতের আসামসহ কিছু এলাকায়, এবং আমাদের দেশের সিলেট ও চট্টগ্রামের কিছু অংশে। মানুষের সান্নিধ্যে এরা বেশিদিন বেঁচে থাকতে পারে না, তাই এটি সাফারি পার্ক বা চিড়িয়াখানায় লালনপালন করা যায় না'।
ডিবি'র ওসি রিয়াজ উদ্দিন আহমেদ জানান, প্রাণীদুটি পাচারের সাথে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।