আজ প্রকাশিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ (২৮ নভেম্বর) প্রকাশিত হবে।
দুপুর ১২টা থেকে পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এবং এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল দেখতে পারবেন।
মেসেজের মাধ্যমে যেভাবে ফলাফল পাওয়া যাবে
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এসএসসি/দাখিল (স্পেস) সংশ্লিষ্ট বোর্ডের প্রথম তিনটি অক্ষর (স্পেস) রোল নম্বর (স্পেস) ২০২২ টাইপ করে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
ফিরতি এসএমএসের মাধ্যমে ফলাফল জানানো হবে।
এছাড়াও, শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবে।
মাদ্রাসা (দাখিল) ও কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি বোর্ডের অধীনে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ১৫ সেপ্টেম্বর।
এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় এবার ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২,০২১,৮৬৮ জন শিক্ষার্থী অংশ নেন। পরীক্ষা হয় ৩,৭৯০টি কেন্দ্রে।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ১,৫৯৯,৭১১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় প্রায় ২৬৮,৪৯৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি এবং দাখিল ভোকেশনাল পরীক্ষায় ১,৫৩,৬৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।