আসামিদের গ্রেপ্তারে পুলিশ নিয়ম মেনেই চলছে: আইজিপি
শনিবার (৩ ডিসেম্বর) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, সাম্প্রতিক দিনগুলোতে যেসব গ্রেপ্তার হয়েছে, সেগুলো আইন মেনেই করা হয়েছে।
বিশেষ অভিযানের নামে বিএনপি নেতাদের গ্রেপ্তারের অভিযোগের জবাবে তিনি বলেন, "পুলিশ নিয়মের ভেতরে থেকেই গ্রেপ্তার অভিযান পরিচালনা করেছে।"
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন মিলনায়তনে পুলিশের কৃতি সন্তানদের মাঝে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইজিপি।
এ সময় পুলিশ প্রধান আশা প্রকাশ করেন, নয়া পল্টনে ১০ ডিসেম্বরের সমাবেশের পরিকল্পনা বিএনপি প্রত্যাহার করবে।
ঢাকার নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে রাজনৈতিক কর্মসূচি আয়োজনের আবেদন করলে, পুলিশ বিএনপিকে শর্তসাপেক্ষে ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমোদন দিয়েছে।
এর আগে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জারি করা সোহরাওয়ার্দী উদ্যানের অনুমোদন পত্রে বলা হয়েছিল, নয়া পল্টনে রাজনৈতিক সমাবেশ নগরে 'যানজট ও জনদুর্ভোগ' সৃষ্টি করতে পারে।
ডিএমপি উল্লেখ করেছে, পুলিশের অনুমতির মানেই ভেন্যু (সমাবেশস্থল) ব্যবহারের অনুমোদন নয়। মাঠের জন্য বিএনপিকে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে আলাদাভাবে অনুমতি নিতে হবে।