আওয়ামী লীগের সমাবেশ: সড়কে নেই গণপরিবহন, দুর্ভোগে কর্মজীবী-শিক্ষার্থীরা
চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগের সমাবেশ আজ। সমাবেশ উপলক্ষে নেতাকর্মীদের পরিবহনে অধিকাংশ গণপরিবহনই ভাড়া হয়ে গেছে। ফলে রোববার সকাল থেকে নেই গণপরিবহন। এতে দুর্ভোগ পোহাচ্ছেন কর্মজীবী ও শিক্ষার্থীরা।
রোববার সকাল ৯টায় বহদ্দারহাট এলাকায় দেখা যায়, রাস্তার পাশে সারি সারি বাস, ট্রাক ও হিউম্যান হলার দাঁড় করিয়ে রাখা হলেও যাত্রী পরিবহন করা হচ্ছে না। গাড়ির চালক ও হেলপাররা জানান এসব গাড়ি পলোগ্রাউন্ডের সমাবেশে যাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে। অল্প দূরেই অফিসগামী কর্মজীবী-এইচএসসি পরীক্ষার্থীরা গাড়ির জন্য অপেক্ষা করছে ঘণ্টার পর ঘণ্টা।
একটি টেম্পো বা সিএনজি আসলেই হুড়োহুড়ি করে উঠার চেষ্টা করছেন। নিউমার্কেট এলাকার ব্যবসায়ী আবুল মনসুর টিবিএসকে বলেন, 'দোকানে যাবার জন্য এক ঘণ্টা ধরে গাড়ির অপেক্ষা করছি, কিন্তু গাড়ি পাচ্ছিনা।'
চট্টগ্রাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী শারমিন নাজনিন বলেন, 'প্রতিদিন সিএনজি যোগে পরীক্ষার হলে যাই। আজ আধ ঘণ্টা চেষ্টা করেও গাড়ি পাচ্ছি না।'
এদিকে পলোগ্রাউন্ডের জনসভায় যোগ দিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে অধিকাংশ সড়কেই যান চলাচল করতে পারছেনা। সকালে নিজ গন্তব্যে যেতে অক্সিজেন ও বহদ্দারহাট বাস টার্মিনালে আসেন যাত্রীরা। কিন্তু বাস না পেয়ে কেউ বিকল্প যানবাহন কেউবা বাড়ি ফিরে যাচ্ছেন।
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ফরহাদ হোসেন জানান, অক্সিজেন থেকে কাজীর দেউড়ি আসতে পাঁচটি গাড়ি পরিবর্তন করতে হয়েছে তার। ভাড়া লেগেছে পাঁচগুণ।
সকাল সাড়ে দশটার দিকে নগরের আন্দকিল্লা মোড়ে গণপরিবহনের জন্য অপেক্ষা করছিলেন রনি পাল। তিনি বলেন, 'অসুস্থ আত্মীয়কে দেখতে হাসপাতালে যাওয়া কথা ছিল। কিন্তু এখানে এসে দেখি গাড়ি নেই।'
এদিকে সমাবেশের একদিন আগ থেকেই চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি, লাভলেন, নিউমার্কেট , টাইগারপাশ ও দেওয়ানহাট এলাকার দোকানপাট বন্ধ হয়ে গেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তারা দোকান বন্ধ রেখেছেন।