১৫ জানুয়ারির মধ্যেই গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচন: নির্বাচন কমিশনার
নির্বাচন কমিশনার (ইসি) রাশিদা সুলতানা বলেছেন, ব্যাপক অনিয়মের কারণে স্থগিত করা গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচন আগামী ১৫ জানুয়ারির মধ্যেই পুনরায় অনুষ্ঠিত হবে। আজ সোমবার (৫ ডিসেম্বর) রাজধানীতে নির্বাচন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি।
গত ১২ অক্টোবর অনুষ্ঠিত গাইবান্ধা-৫ উপনির্বাচনে এক-তৃতীয়াংশ ভোটকেন্দ্রে ব্যাপক অনিয়ম পর্যবেক্ষণের পর– এটি স্থগিত করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
তারপর এসব অনিয়মের সাথে জড়িতদের চিহ্নিত করতে তিন সদস্যের এক অনুসন্ধানী কমিটি গঠন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
গত ১ ডিসেম্বর সিইসি জানান, গাইবান্ধা-৫ উপনির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসারসহ ১৩৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অবহেলার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।