২০ ডিসেম্বর থেকে কোভিড টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্য অধিদপ্তর
২০ ডিসেম্বর থেকে দেশে কোভিড টিকার চতুর্থ ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে বুস্টার ডোজ বিষয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান তিনি।
আহমেদুল কবির বলেন, শুরুতে পরীক্ষামূলকভাবে ৭টি কেন্দ্রে ফোর্থ ডোজ দেয়া হবে।
কেন্দ্রগুলো হলো: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সচিবলয় ক্লিনিক, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল।
তৃতীয় ডোজ নিনেওয়ার চার মাস পূর্ণ হলে চতুর্থ ডোজ নেওয়া যাবে। কেন্দ্র থেকে চতুর্থ ডোজের এসএমএস দেয়া হবে।
প্রথমে ৬০ বছরের বেশি বয়সি প্রবীণরা, ফ্রন্টলাইনার্স ও প্রেগনেন্ট নারীরা চতুর্থ ডোজের টিকা পাবেন।
এর আগে, সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, ৬০ বছরের বেশি বয়সি নাগরিকরা কোভিড টিকার চতুর্থ ডোজ পাবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর অনুমোদন দেন। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, মানুষ যাতে যেকোনো কেন্দ্র থেকে চলমান ৭ দিনের কর্মসূচির সময় টিকা নিতে পারে, তার নির্দেশও দেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশে এখন পর্যন্ত ১৪ কোটি মানুষকে কোভিডের প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে, দ্বিতীয় ডোজের টিকা পেয়েছে ১২ কোটিরও বেশি মানুষ। আর বুস্টার ডোজ পেয়েছে ছয় কোটির বেশি মানুষ।