দেশে পুরুষদের ফুসফুস, নারীদের ব্রেস্ট ক্যান্সারে আক্রান্তের হার বেশি: গবেষণা
বাংলাদেশে হাসপাতালে চিকিৎসা নিতে আসা ক্যান্সার রোগীদের মধ্যে পুরুষদের ফুসফুস এবং নারীদের ব্রেস্ট ক্যান্সারে আক্রান্তের হার সবচেয়ে বেশি।
রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত আসা প্রায় ৩৬ হাজার রোগীর ডায়াগনোসিস করে এমন চিত্র পাওয়া গেছে।
এই সময়ে ৮৩ হাজার ৭৯৫ জন নতুন রোগীর মধ্যে ক্যান্সার শনাক্ত হয়েছে ৩৫ হাজার ৭৩৩ জনের বা ৪২.৬ শতাংশের।
বুধবার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের অডিটোরিয়াম ভবনে সপ্তম ক্যান্সার রেজিস্ট্রি রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়।
ইনস্টিটিউটের এপিডেমোলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. জহিরুল ইসলাম গবেষণা প্রতিবেদনের তথ্য তুলে ধরেন।
প্রতিবেদনে বলা হয়, ক্যান্সার ইনস্টিটিউটে আসা রোগীদের ৫৫ ভাগ নারী এবং বাকি ৪৫ শতাংশ পুরুষ। নারী-পুরুষ উভয়েরই সবচেয়ে বেশি ফুসফুসের ক্যান্সার শনাক্ত হয়েছে, যার শতকরা হার ১৭.৪ শতাংশ।
পুরুষ রোগীদের মধ্যে ২৬.৬ শতাংশ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত। অন্যদিকে, নারীদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্তের হার ২৯.৩ শতাংশ।