বিএনপির গণসমাবেশ: ঢাকা-খুলনা রুটে অগ্রিম টিকিট বিক্রি বন্ধ
আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে ঢাকা-খুলনা রুটে চলাচলকারী গণপরিবহনগুলোর অগ্রিম টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে।
গণপরিবহনগুলোর টিকিট বিক্রির বিভিন্ন কাউন্টারের ব্যবস্থাপকরা বলছেন, ৯ ডিসেম্বর ঢাকা-খুলনা রুটের বাস চলাচল বন্ধ হতে পারে। সেজন্য অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে না। এছাড়া ৯ ডিসেম্বরের পরিস্থিতি দেখে ১০ ডিসেম্বরের ব্যাপারে তারা পরে সিদ্ধান্ত নেবেন।
খুলনার রয়েল মোড়ে অন্তত ২০টি পরিবহনের বাস কাউন্টার রয়েছে। বুধবার বিকেলে সেখানে গিয়ে দেখা যায়, প্রায় সবগুলো কাউন্টার থেকে ৯ ডিসেম্বরের কোন টিকিট ইস্যু করা হচ্ছে না।
বিএন লাইন পরিবহনের রয়েল মোড় কাউন্টারের ব্যবস্থাপক মো. মফিজুল ইসলাম বলেন, 'কেউ ৯ ডিসেম্বরের টিকিট নিতে আসলে আমরা মোবাইল নাম্বর রেখে দিচ্ছি বা তাদেরকে আমাদের মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। ওইদিন যদি বাস চলাচল করে তবে যাত্রীদের ফোন করে জানাব।'
মফিজুল আরও বলেন, '৯ ডিসেম্বর বাস চলাচল করবে না, আমরা এমন কোনো তথ্য এখনো পাইনি। তবে বন্ধ হতেও পারে, না-ও হতে পারে। মালিকপক্ষ থেকে এখনো কিছু জানায়নি।'
কাউন্টারগুলোতে আসা একাধিক যাত্রীর সঙ্গে কথা বলেও জানা গেছে, ওই দিনের টিকিট অগ্রিম না কাটতে পরামর্শ দেওয়া হচ্ছে কাউন্টারগুলি থেকে।
শরিফুল ইসলাম নামের এক যাত্রী বলেন, 'আমি ৯ তারিখে ঢাকা যাওয়ার জন্য টিকিট কাটতে এসেছিলাম। তবে কাউন্টার থেকে টিকিট দেয়নি। তাই ৮ তারিখের টিকিট কেটেছি।'
তবে যাত্রীরা স্বেচ্ছায় নিতে চাইলে কিছু কাউন্টার থেকে তাদের টিকিট ইস্যু করা হচ্ছে। ফাল্গুনী পরিবহনের কর্তৃপক্ষ বলছে, 'আমার টিকিট ইস্যু করছি। তবে ৯ তারিখ বাস চলবে, সেই নিশ্চয়তা দিতে পারছি না। যাত্রীরা চাইলে টিকিট কাটবে, না চাইলে কাটবে না।'
খুলনা জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির যুগ্ম আহবায়ক মো. আনোয়ার হোসেন সোনা বলেন, 'ঢাকা-খুলনা রুটের পরিবহন আমাদের আওতায় না। এটা চলবে কি চলবে না, তা ঢাকা থেকে নির্ধারণ করা হয়। তবে ৯ ডিসম্বর বা ১০ ডিসম্বর বাস চলবে না এমন কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।'