১০ ডিসেম্বরের সমাবেশ: বিএনপি চায় কমলাপুর স্টেডিয়াম, ডিএমপি’র প্রস্তাব বাঙলা কলেজ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১০ ডিসেম্বরের সমাবেশের জন্য নয়াপল্টনের বিকল্প হিসেবে কমলাপুর স্টেডিয়াম ব্যবহারের প্রস্তাবনা দিয়েছে।
তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিকল্প সমাবেশস্থল হিসেবে বিএনপিকে মিরপুর বাঙলা কলেজ মাঠের অনুমতি দেওয়ার কথা বলেছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ডিএমপি'র কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে তার কার্যালয়ে বৈঠকের পর বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু গণমাধ্যমকে এসব কথা জানিয়েছেন।
'আমরা দুই ঘণ্টার বেশি আলোচনা চালিয়েছি। দুপক্ষই অবশেষে এ ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে যে সমাবেশ হয় কমলাপুর স্টেডিয়াম অথবা মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে,' বলেন ডিবি প্রধান হারুন অর রশিদ।
'বিএনপি প্রস্তাবিত দুইটি ভেন্যুই পরিদর্শন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে,' তিনি আরও জানান।
প্রথমে প্রস্তাবগুলো কারা দিয়েছিল এ প্রশ্ন করা হলে ডিবি প্রধান বলেন, 'আমরা বিএনপি নেতাদের সঙ্গে এ বিষয়ে আলাপ করেছি এবং তারা দুটি স্থান পরিদর্শনেই রাজি হয়েছেন।'
বরকত উল্লাহ বুলু সাংবাদিকদের জানিয়েছেন, বিএনপি বাঙলা কলেজের চেয়ে কমলাপুর স্টেডিয়ামে সমাবেশ করতেই বেশি আগ্রহী এবং দুটো স্থান পরিদর্শনের পর তারা পুলিশকে তাদের সিদ্ধান্তের কথা জানাবেন।
এর আগে এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় ডিএমপি কমিশনার কার্যালয়ে বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।