বিএনপির সমাবেশকে ঘিরে ঢাকায় গণপরিবহন সংকট, ভোগান্তিতে সাধারণ মানুষ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমাবেশকে কেন্দ্র করে আজ সকাল থেকে রাজধানী ঢাকায় গণপরিবহন সংকট দেখা দিয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে।
ঢাকার কয়েকটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
অফিসগামীদেরকে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বাস না পেয়ে অনেককে পিকআপ ভ্যানে করে গন্তব্যে যেতে দেখা গেছে।
আজ রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যাও স্বাভাবিকের চেয়ে কম।
এদিকে, কিছু সিএনজি অটোরিকশা চললেও তারা স্বাভাবিক ভাড়ার চেয়ে দুই থেকে তিনগুণ বেশি ভাড়া দাবি করছে। সড়কে রিকশা, লেগুনা চলাচল করলেও স্বাভাবিকের চেয়ে বেশি ভাড়া আদায় করা হচ্ছে।
অনেককেই বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে।
তাছাড়া, বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল। ঢাকা থেকে কোনো বাস ছাড়ছে না; কোনো বাস ঢাকায় প্রবেশও করছে না।
এদিকে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে প্রায় ৩০ হাজার পুলিশ সদস্য, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।