ফেসওয়াশ, অ্যারোসলসহ ১০ পণ্যের মান সনদ নিতে হবে বিএসটিআই থেকে
ফেসওয়াশ, অ্যারোসল এবং পেট্রোলিয়াম জেলিসহ নতুন ১০টি পণ্যকে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)-এর বাধ্যতামূলক মান সনদের তালিকাভুক্ত করা হয়েছে। ফলে এই পণ্যগুলো বাজারজাত করার ক্ষেত্রে অবশ্যই বিএসটিআইয়ের মান সনদ নিতে হবে।
রোববার (১১ ডিসেম্বর) বিএসটিআই কাউন্সিলের ৩৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসটিআইয়ের মান সনদের তালিকায় যুক্ত নতুন এসব পণ্যের মধ্যে রয়েছে ফেসওয়াশ, অ্যারোসল, পেট্রোলিয়াম জেলি, রুটি (ফ্ল্যাটব্রেড/টরটিলা), ডিসপোজেবল ডায়াপার, গিজার, শেভিং ফোম/জেল, আই কেয়ার, হেয়ার ডাইস লিকুইড ও শু পলিশিং লিকুইড।
নতুন এই ১০টি পণ্য বাদে বর্তমানে বিএসটিআইয়ের বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত পণ্যের সংখ্যা ২২৯টি।
শিল্পমন্ত্রী ও বিএসটিআই কাউন্সিলের চেয়ারম্যান নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি কাউন্সিল সভায় বলেন, "পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআইকে আরও সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অভ্যন্তরীণ বাজার এবং রপ্তানির ক্ষেত্রে পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ করা এবং মানসম্মত পণ্য উৎপাদনে সহায়ক ভূমিকা রাখতে হবে।"
বর্তমান বিশ্বে হালাল পণ্যের সার্টিফিকেশন একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে তিনি বলেন, বিএসটিআইকে পণ্যের হালাল সার্টিফিকেশনের ক্ষেত্রে গুণগত মান ঠিক রেখে এগিয়ে যেতে হবে।