জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জামায়াতের আমির ৭ দিনের রিমান্ডে
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে করা মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) পুলিশ তাকে আদালতে হাজির করে সন্ত্রাস-বিরোধী আইনে ১০ দিনের রিমান্ড আবেদন করে। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানির পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তার জামিন নামঞ্জুর করে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল সোমবার শফিকুর রহমানকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
এর আগে তার ছেলে ডা. রাফাত চৌধুরীকে সিলেট থেকে গ্রেপ্তার করে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট। তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী আনসার আল ইসলামের প্রধান সমন্বয়ক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।