বাংলাদেশকে ২০টি ব্রডগেজ ডিজেল লোকোমোটিভ দিচ্ছে ভারত
উপহার হিসেবে বাংলাদেশকে ২০টি ব্রডগেজ ডিজেল লোকোমোটিভ (ট্রেন) দিতে সম্মত হয়েছে ভারত। সোমবার (১২ ডিসেম্বর) কলকাতার ইস্টার্ন রেলওয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে সোমবার কলকাতার ফেয়ারলি প্লেসে আলোচনায় বসেন ভারত ও বাংলাদেশের রেলওয়ে প্রতিনিধিরা। বৈঠকে যোগ দিয়েছিলেন ইস্টার্ন রেল ও বাংলাদেশ রেলের কর্মকর্তারা। সিদ্ধান্ত অনুযায়ী, অনুদানের ভিত্তিতে মোট ২০টি ব্রডগেজ ডিজেল লোকোমোটিভ বাংলাদেশকে দেবে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।
বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ সাকিল উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের ডিআরএম শাহ সুফি নুর মোহাম্মদ। অপরদিকে, ভারতের প্রতিনিধিত্বে ছিলেন ইস্টার্ন রেলওয়ের মহাব্যবস্থাপক শ্রী অরুণ অরোরা এবং অতিরিক্ত মহাব্যবস্থাপক, বিভাগীয় প্রধান এবং হাওড়া ও শিয়ালদহের বিভাগীয় রেল ব্যবস্থাপক ড. জয়দীপ গুপ্ত।
বাংলাদেশের প্রতিনিধি দল আন্দুল, বর্ধমান এবং হাওড়ার লোকো শেডও ঘুরে দেখেন। ট্রেন নির্মাণ ও পরিচালনার পরিকাঠামো, প্রক্রিয়ার বিষয়ে পর্যবেক্ষণ করেন তারা।
প্রেস রিলিজে আরও বলা হয়েছে, বাংলাদেশ রেলের যুগ্ম সচিব শেখ সাকিল উদ্দিন আহমেদ ইস্টার্ন রেলওয়ের আতিথেয়তা ও সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন; পাশপাশি উভয় দেশের মধ্যে রেল পরিচালনায় অপারেশনাল সমস্যাগুলো সমাধানে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
অন্যদিকে, ভারতের পক্ষে ইস্টার্ন রেলের মহাব্যবস্থাপক শ্রী অরুণ অরোরাও আশ্বস্ত করেছেন, তারা ভারত ও বাংলাদেশের মধ্যে মালবাহী এবং যাত্রীবাহী ট্রেন চলাচল ব্যবস্থার উন্নতিতে বাংলাদেশ রেলওয়েকে সব ধরনের প্রযুক্তিগত ও অপারেশনাল সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।