দ্রুততম ট্রেনের প্রোটোটাইপ উন্মোচন করল চীন
বিশ্বের দ্রুততম বুলেট ট্রেনের প্রোটোটাইপ উন্মোচন করেছে চীন। সিআর-৪৫০ নামের এ ট্রেনটি পরীক্ষামূলক যাত্রায় ৪৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় চলতে সক্ষম বলে দাবি তাদের।
চীনের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ট্রেনটির কার্যকরী গতি হবে ৪০০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এটি বর্তমানে চালু থাকা সিআর৪০০ মডেলের চেয়েও দ্রুত। ২০১৭ সালে চালু হওয়া সিআর৪০০ ট্রেন ৩৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে চলতে পারে।
সিআর-৪৫০ মডেলটি উন্নত গতি, জ্বালানি সাশ্রয়, শব্দ নিয়ন্ত্রণ এবং ব্রেকিং ব্যবস্থায় আধুনিক। এটি ৩ হাজারের বেশি পরীক্ষা এবং ২ হাজার প্ল্যাটফর্ম টেস্ট পেরিয়ে বাণিজ্যিক ব্যবহারের উপযোগী হয়েছে। তবে এখনও চূড়ান্ত লাইনের পরীক্ষা বাকি রয়েছে।
গত এক দশকে রেলপথ নির্মাণে চীন বিশ্বে শীর্ষস্থান ধরে রেখেছে। দেশটি নতুন রেলপথ নির্মাণের মাধ্যমে দেশের প্রায় সব অঞ্চলে সংযোগ স্থাপন করেছে। বর্তমানে চীনের রেল নেটওয়ার্কের দৈর্ঘ্য ১ লাখ ৬০ হাজার কিলোমিটার, যার মধ্যে ৪৬ হাজারের কিলোমিটারের বেশি উচ্চগতির রেলপথ।
উচ্চগতির রেল ব্যবস্থা ৭০০ মাইল পর্যন্ত ভ্রমণে বিমানের কার্যকর বিকল্প হিসেবে কাজ করছে।
১৯৮০-এর দশক থেকে ইউরোপ ও এশিয়ায় উচ্চগতির রেল খাতে ব্যাপক বিনিয়োগ হয়েছে। এই খাতে জাপানের শিনকানসেন এবং ফ্রান্সের টিজিভি পথিকৃতের ভূমিকা পালন করেছে।