শ্যামলী এনআর পরিবহনকে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ হাইকোর্টের
গত এপ্রিলে বগুড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কবলিত হয় একটি অ্যাম্বুলেন্স। রাস্তার রংসাইড ধরে আসা একটি বাসের ধাক্কায় নিহত হন দুজন, আহত হন আরও চার ব্যক্তি। এই দুর্ঘটনার জন্য বাসটির মালিকানা প্রতিষ্ঠান শ্যামলী এনআর পরিবহনকে নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলেছেন হাইকোর্ট।
বুধবার (১৪ ডিসেম্বর) হাইকোর্টের বিচারক কেএম কামরুল কাদের ও মোহাম্মদ আলীর বেঞ্চ ভিকটিমদের পরিবারের দায়ের করা ক্ষতিপূরণ দাবির রিট শুনানি শেষে এই নির্দেশ জারি করেন।
আদালতের নির্দেশনা অনুসারে, পরিবহন কোম্পানিটির মালিককে বুধবারের মধ্যেই ভিকটিমদের পরিবারকে ৫ লাখ টাকা দিতে হবে। আর বাকি ৫ লাখ টাকা আগামী ১৫ দিনের মধ্যে দিতে হবে।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর এলাকায় রংসাইড ধরে উল্টো দিক থেকে আসা শ্যামলী এনআর পরিবহনের বাস একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে চারজন নিহত এবং আরও ছয়জন আহত হয়।
অ্যাম্বুলেন্সের যাত্রী আয়নাল হোসেন (৫০) ঘটনাস্থলেই মারা যান। আর হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে মারা যান মাইক্রোবাসের চালক দ্বীন মোহাম্মদ (৩০)।