পিডিবিএফ এমডির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাওদুদুর রশিদ সাফদার বিরুদ্ধে দুর্নীতি, সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানটির চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারিরা। সেইসঙ্গে চাকরি ফেরত চেয়েছেন পিডিবিএফ এর চাকরিচ্যুত কর্মকর্তা, কর্মচারিরা।
'পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন এর সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারিবৃন্দ' ব্যানারে রোববার ঢাকা রিপোরটার্স ইউনিটি (ডিআরইউ) তে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন চাকরিচ্যুতরা।
সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত পিডিবিএফ এর ফিল্ড অফিসার সুহাদা নাফসিন লিখিত বক্তব্য রাখেন।
তিনি বলেন, "মাওদুদুর রশিদ সাফদারের অনিয়ম ও দুর্নীতি প্রতিষ্ঠানকে গ্রাস করে ফেলেছে। অন্যায়ের প্রতিবাদ করায় ৫০ জন কর্মকর্তা, কর্মচারিকে বিনা দোষে চাকরিচ্যুত করা হয়েছে। অন্যায়ভাবে চাকরিচ্যুত সকল কর্মকর্তা ও কর্মচারিদের পুনর্বহালসহ অতিসত্তর তাকে ব্যবস্থাপনা পরিচালকের পদ হতে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি।"
তিনি আরো বলেন, "গত ২৪ আগস্ট মাওদুদুর রশিদের বয়স ৬২ বছর অতিক্রান্ত হওয়ায়, পিডিবিএফ এর চাকরি প্রবিধানমালা অনুযায়ী তিনি অবৈধভাবে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে চাকরি করছেন।"
এক প্রশ্নের জবাবে সুহাদা নাফসিন বলেন, গত ৪ ডিসেম্বর তাকে চাকরিচ্যুত করা হয়েছে। সর্বশেষ কর্মস্থল ছিল ভালুকা উপজেলায়।
চাকরিচ্যুত গঙ্গাছড়া উপজেলার দারিদ্র্য বিমোচন অফিসার মো. মহিউর রহমান বলেন, "আমি প্রায় ১৫ বছর ধরে এখানে চাকরি করছি। নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। এরপরও আমাকে চাকরিচ্যুত করা হয়েছে।"