বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর গ্রেপ্তার
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এসকে) সুরকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর কাছে নিশ্চিত করেছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম জানান, এসকে সুরের মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করেছেন।
গত ২৩ ডিসেম্বর নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় এসকে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।
প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগের পর তদন্তের আওতায় আসেন এসকে সুর চৌধুরী।
২০২২ সালের জুন মাসে দুদক ইন্টারন্যাশনাল লিজিংয়ের সঙ্গে যুক্ত শেল কোম্পানির মাধ্যমে পিকে হালদারের আড়াই হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় এসকে সুর এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শাহ আলমকে জিজ্ঞাসাবাদ করে।
একই বছরের জুলাই মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যাংকগুলোকে এসকে সুর এবং তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীর অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দেয়।
২০২৩ সালের আগস্টে দুদক এসকে সুর, তার স্ত্রী এবং তার মেয়ের সঙ্গে জড়িত ব্যাংক লেনদেনের তথ্য চায়।
পরবর্তীকালে এ বছরের ২৮ আগস্ট ঢাকার একটি আদালত দুদকের আবেদনের ভিত্তিতে পরিবারটির আয়কর নথি জব্দ করার নির্দেশ দেন।
২০২৪ সালের অক্টোবরে আদালত এসকে সুর চৌধুরী, তার স্ত্রী এবং মেয়ের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন।