বিতরণ না হওয়া কৃষিঋণ ব্যবহারে তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক
কৃষিজাত দ্রব্য উৎপাদন বৃদ্ধি করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে কৃষি ঋণ বিতরণ বাড়ানোর লক্ষ্যে 'বাংলাদেশ ব্যাংক এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কমন ফান্ড' (বিবিএডিসিএফ) শীর্ষক একটি নতুন তহবিল গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এই উদ্যোগের আওতায়, ব্যাংকগুলো তাদের বার্ষিক কৃষি ও পল্লীখাতে ঋণ বিতরণ লক্ষ্যমাত্রার যে অংশটি বিতরণ করতে পারবে না, তার সমপরিমাণ টাকা কেন্দ্রীয় ব্যাংকের 'বিবিএডিসিএফ' ফান্ডে জমা রাখবে। এই আমানতের ওপর ২ শতাংশ হারে সুদ দেওয়া দেবে।
আজ সোমবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, পরবর্তীতে অন্যান্য ব্যাংকের চাহিদা অনুসারে তহবিল থেকে ঋণ দেওয়া হবে। তবে ঋণছাড়ের সর্বোচ্চ ১৮ মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংককে সুদসহ আসল পরিশোধ করতে হবে।
এই নির্দেশনা চলতি ২০২২-২৩ অর্থবছর থেকেই কার্যকর হবে। ঋণ পরিশোধে তিন মাসের গ্রেস পিরিয়ড দেওয়া হবে।
ব্যাংকগুলো এই তহবিলের অর্থ ৮ শতাংশ সুদে কৃষকদের ঋণ দিতে পারবে। এই ফান্ড থেকে বিতরণকৃত ঋণের বিপরীতে আদায় করা সুদের অবশিষ্ট ৪ শতাংশ সংশ্লিষ্ট ব্যাংক আয় খাতে স্থানান্তর করতে পারবে।