বাঘ গণনা: রোববার থেকে সুন্দরবনে বসানো হচ্ছে ক্যামেরা
বাঘ গণনার জন্য রোববার (১ জানুয়ারি) থেকে সুন্দরবনে ক্যামেরা বাসানো হচ্ছে। প্রথমদিনে সুন্দরবনের পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের কালাবগী ফরেস্ট স্টেশনের আওতাধীন এলাকায় ক্যামেরা স্থাপন করা হবে।
ক্যামেরা বসানোর আগে খাল সার্ভে করে নিতে হয়। গত ১৫ ডিসেম্বর থেকে কালাবগী এলাকায় খাল সার্ভের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে সেখানকার বিভিন্ন এলাকায় বাঘের পায়ের ছাপ পেয়েছে বন বিভাগ।
বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ও বাঘ সংরক্ষণ প্রকল্পের পরিচালক (পিডি) ড. আবু নাসের মোহসিন হোসেন।
তিনি বলেন, 'ক্যামেরা বসানোর জন্য বনের চারটি রেঞ্জকে ৬৬৫টি গ্রিডে ভাগ করা হয়েছে। এক একটি গ্রিডের আয়তন হয় ৪ বর্গকিলোমিটার। প্রতি গ্রিডে দুইটি করে ক্যামেরা বসিয়ে ৪০ দিন পর্যন্ত রাখা হবে। এভাবে আগামী ৩ মাস পর্যন্ত ধারাবাহিকভাবে খাল সার্ভে ও ৬৬৫টি গ্রিডে ক্যামেরা ট্র্যাপিং করা হবে। পরে ক্যামেরার ছবি প্রযুক্তির সহায়তায় বিশ্লেষণ করা হবে'।
তিনি আরও বলেন, 'পরবর্তী ধাপে ২০২৩ সালের নভেম্বর থেকে ৩ মাস আবারও ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে বাঘশুমারি বা গণনা করা হবে। এর ফলাফল প্রকাশ করা হবে ২০২৪ সালের মার্চে।'
পিডি বলেন, 'এর আগে ২০১৫ ও ২০১৮ সালে সুন্দরবনের খুলনা, সাতক্ষীরা ও শরণখোলা রেঞ্জের বাঘ গণনা করা হয়েছিল। এবার চাঁদপাই রেঞ্জসহ বনের চারটি রেঞ্জেই বাঘ গণনা করা হবে।'
বন বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৩ মার্চ 'সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্প' শীর্ষক একটি প্রকল্পের অনুমোদন দিয়েছিল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এর ব্যয় ধরা হয়েছিল- ৩৫ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকা। মেয়াদ ছিল- চলতি বছরের এপ্রিল থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত। এ প্রকল্পের দুটি অংশ রয়েছে। যার একটি হল- বাঘ গণনা ও অন্যটি হল বাঘ সংরক্ষণ।
চলতি বছরের অক্টোবর মাস থেকে বাঘ গণনা অংশের কাজ শুরু হওয়ার কথা ছিল। তবে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে প্রকল্পের অর্থ ছাড় হতে দেরি হয়। পবরর্তীতে অক্টোবরের মাঝামাঝি প্রকল্পের বাঘ গণনা অংশের জন্য ৩ কোটি ২৪ লাখ ৩৬ হাজার টাকা ছাড়া দেয় পরিকল্পনা কমিশন।
ড. আবু নাসের মোহসিন হোসেন বলেন, 'পরিকল্পনা কমিশন থেকে অর্থ ছাড়ের বিষয়টি অনুমোদনের পর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের কিছু প্রসেস ছিল। সেগুলো সম্পন্ন করে বাঘ গণনার কার্যক্রম শুরু হয়েছে'।
বন বিভাগের তথ্যমতে, বর্তমানে বিশ্বের ১৩টি দেশে ৩ হাজার ৮৪০টি বাঘ প্রকৃতিতে টিকে আছে। তার মধ্যে সর্বশেষ ২০১৮ সালের জরিপ অনুয়ায়ী, বাংলাদেশের সুন্দরবনে বাঘ আছে ১১৪টি। যা ২০১৫ সালে ছিল ১০৬টি ও ২০০৪ সালের জরিপে ছিল ৪০৪টি।