অভিযোগ ‘ভিন্নমত’-এর বই প্রকাশ: মেলায় ‘আদর্শ’র স্টল বরাদ্দ স্থগিত করলো বাংলা একাডেমি
ভিন্নমতের বই প্রকাশের কারণে বাংলা একাডেমির নিষেধাজ্ঞার মুখে পড়েছে দেশের অন্যতম প্রধান প্রকাশনা সংস্থা- আদর্শ। এ অভিযোগের কারণে বাংলা একাডেমি বইমেলায় আদর্শকে স্টল বরাদ্দ স্থগিত করেছে।
প্রকাশনা সংস্থাটি তাদের ফেসবুক পোস্টে এসব কথা জানিয়েছে।
এতে বলা হয়, বাংলা একাডেমির অভিযোগ 'আদর্শ' থেকে প্রকাশিত ৩টি বইয়ে ভিন্নমতের বক্তব্য রয়েছে। একারণে তারা স্টল স্থগিত করেছে।
'আদর্শ এ যাবত প্রায় ৬০০ বই প্রকাশ করেছে। আমরা মনে করি, তার মধ্যে ৩টি বইয়ের (০.৫%) কারণে স্টল না দেয়া অন্যায়'।
পোস্টটি করেন আদর্শ'র প্রধান নির্বাহী মাহবুব রহমান।
তিনি লিখেছেন, 'আপনারা যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন তারা জানেন, আমি কতটা উদার, প্রগতিশীল চেতনার মানুষ। আপনারা জানেন, আপনাদের কারো সাথে আমার লেখক-প্রকাশক সম্পর্কের বাইরে অন্য কোনো রাজনৈতিক, মতাদর্শিক সম্পর্ক নেই। এবং আমার গোপন কোনো রাজনৈতিক এজেন্ডাও নেই। কেবলমাত্র আমি মানুষের/লেখকের মত-প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী'।
এ বিষয়ে বিস্তারিত জানার জন্য তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
লেখক জিয়া হাসান তার ফেসবুক পোস্টে জানান, আলোচিত বইগুলোর মধ্যে 'উন্নয়ন বিভ্রম' নামে তার একটি বই রয়েছে। অন্য দুই বইয়ের লেখক হলেন, ফাহাম আব্দুস সালাম ও ফয়েজ আহমদ তৈয়্যব।
স্টল বরাদ্দের অনুরোধ জানিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী লেখক ফাহাম আব্দুস সালাম। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, 'আদর্শ' বাংলাদেশের একটি প্রধান প্রকাশনা সংস্থা। এই প্রতিষ্ঠানটিকে এবারের বই মেলায় স্টল বরাদ্দ দেয়া হচ্ছে না। (বাংলা একাডেমি) কারণ দেখিয়েছে যে তারা আমার বই প্রকাশ করেছে।
"আমি 'আদর্শ'কে অনুরোধ করব, তারা যেন আমার বই স্টলে না রাখে এবং বাংলা একাডেমিকে অনুরোধ করব তারা যেন এই শর্তে আদর্শকে স্টল দেন।"
তিনি আরও বলেছেন, 'এই প্রতিষ্ঠান শুধু আমার বই ছাপায়নি- এখানে বহু লেখকের বই আছে। আমার-আপনার জন্য বই হলো 'মতামত'; কিন্তু বহু মানুষের জন্য এটা রুটি-রুজির বিষয়। আপনারা দয়া করে আমার কারণে একটা প্রতিষ্ঠানের কর্মচারীদের শাস্তি দেবেন না। আমার লেখা যারা পড়েন, তাদের মধ্যে ক্ষমতাশীল মানুষরাও আছেন বলে আমি লোকমুখে শুনেছি। আপনারা যদি পারেন - আদর্শ যেন সুবিচার পায় - সে মতে সাহায্য করবেন। যদি আমার বইটিই সমস্যা হয়ে থাকে - ওটা বাদ দিয়ে তাদের অন্য বইগুলো বিক্রি করতে দিন'।
এর আগে ২০১৯ সালেও আদর্শ'র বিরুদ্ধে একটি অভিযোগ আনা হয়েছিল বলে জানান মাহবুব রহমান। তিনি বলেছেন, 'ওই অভিযোগ যে অমূলক তা প্রমাণ করেই সে বছর আদর্শ স্টল পেয়েছিল। সে বছর আদর্শ'র পক্ষে আপনাদের সম্মিলিত দৃঢ় অবস্থানের কারণে বাংলা একাডেমি আদর্শকে স্টল দিতে বাধ্য হয়েছিল। আশা করি, এবারও আপনাদের আমি পাশে পাব।'
'আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, পরিস্থিতি যা-ই হোক না কেন, লেখকদের বই প্রকাশে, বিক্রিতে এবং পাঠকদের বই পেতে যাতে কোনো সমস্যা না হয় আমরা তার সর্বোচ্চ চেষ্টা করব'।
আরও বলেন, 'আগামী ১৯ জানুয়ারি সকাল ১১টায় রিপোর্টার্স ইউনিটি'র সাগর-রুনি মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে বর্তমান পরিস্থিতি ও আমার অবস্থান তুলে ধরব। উক্ত সম্মেলনে আপনার/আপনার বন্ধুবান্ধবদের উপস্থিতি কামনা করছি।'
এদিকে বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদার সাথে বুধবার ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। কমিটির সাথে বৈঠকের পর সিদ্ধান্ত গৃহীত হবে।